Connect with us

জাতীয়

শনিবার দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Published

on

জেলার সদর উপজেলার সাত ইউনিয়নের পাঁচ লাখ মানুষের বহু প্রতীক্ষিত দ্বিতীয় মহানন্দা সেতু শনিবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিশাল চরাঞ্চলের অবহেলিত জনগণের চাহিদা পূরণে ৫৪৬ দশমিক ৬০ মিটার দীর্ঘ ও ৮ দশমিক ১০ মিটার প্রস্তের এই গার্ডার ব্রিজের উদ্বোধন করবেন।  আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে ২০১১ সালের ২৩ এপ্রিল এই সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় ৪৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে সেতুর সঙ্গে ২,৪০০ মিটারের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)র এই প্রকল্প বাস্তবায়নে নাভানা কন্সট্রাকশন লিমিটেড সেতুটি নির্মাণ করে। এছাড়া প্রধান সেতু থেকে সংযোগ সড়কে দু’টি ছোট সেতু রয়েছে।

সেতু উদ্বোধনের পর সদর উপজেলার ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, অলাতলী, নারায়ণপুর ও সুন্দরপুর এই সাত ইউনিয়নের প্রায় পাঁচ লাখ মানুষ উপকৃত হবে।

সূত্র জানায়, এই সাত ইউনিয়নে অবস্থিত ৮৫টি সরকারি-বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০টি উচ্চ বিদ্যালয়, ১০টি দাখিল মাদ্রাসা, দুটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন এনজিও কর্মচারীদের দুর্ভোগ লাঘব হবে।

প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার লোক নৌকায় মহানন্দা নদী পাড়ী দিয়ে জেলা সদরে যাতায়াত করেন। এই সব ইউনিয়নের আশি শতাংশ কৃষি জমিতেই আম বাগান রয়েছে। এলাকায় সবজিসহ বিভিন্ন ধরনের ফসল প্রচুর জন্মায় কিন্তু যোগাযোগের সুবিধার অভাবে চাষীরা ন্যায্য মূল্য পায় না।  এছাড়া প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলায় ১০কোটি টাকা ব্যয়ে নবনির্মিত যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন।  চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে দুই একর জমির উপর এই ভবন নির্মাণ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ২০১৩ সালের ৫ নভেম্বর এই কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  সাত তলা বিশিষ্ট এই ভবনে- প্রশাসনিক ভবন, প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক হোস্টেল ও স্টাফদের জন্য ডরমিটরি নির্মাণ করা হয়েছে।

যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবাদি পশু, হাঁস-মুরগি পালন ও এর প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ, কৃষি, কম্পিউটার, বৈদ্যুতিক ওয়্যারিং, ইলেকট্রনিক্স, আধুনিক অফিস ব্যবস্থাপনা, সেলাই, টাইপ ও অন্যান্য কোর্সের প্রশিক্ষণ দেয় হবে। এছাড়াও শেখ হাসিনা স্বরুপনগরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নবনির্মিত একাডেমিক ভবন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারের (বিনা) উপকেন্দ্র এবং গোমস্তাপুরে উপজেলা ফায়ার স্টেশন উদ্বোধন করবেন।

পরে প্রধানমন্ত্রী বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।  এদিকে, প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত সব প্রস্ততি সম্পন্ন হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাঁকে স্বাগত জানানোর জন্যে সাগ্রহে অপেক্ষা করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *