Connect with us

আন্তর্জাতিক

শনিবার যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে আইএস

Published

on

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের চরমপন্থি সংগঠন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এফবিআই এবং জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রকে উদ্ধৃত করে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। যদিও সুনির্দিষ্টভাবে কোনও হামলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি, তারপরও সার্বিকভাবে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।

গত মাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বব্যাপি সমর্থকদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার আহ্বান জানিয়েছিল আইএস। ৪ জুলাই অর্থাৎ শনিবার আমেরিকার স্বাধীনতা দিবস। জাতীয় ছুটির এই দিনে আমেরিকার বড় বড় শহরগুলিতে আতশবাজিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে জড়ো হতে পারে লাখো মানুষ। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা বিশাল লোকসমাগম এলাকাগুলিতে হামলা চালাতে পারে আইএস।

শুক্রবার ফ্রান্স, তিউনিসিয়া ও কুয়েতে একইসঙ্গে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জে জনসন এক বিবৃতিতে বলেছেন, আগামী ৪ জুলাইয়ের সরকারি ছুটির দিনে হামলার আশঙ্কার খবর আমাদের কাছে এসেছে। এই হামলা প্রতিহত করতে নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। দেশের সবকটি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এফবিআই গত মে মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় আইনশৃঙ্খলবাহিনীর উদ্দেশ্যে প্রকাশিত বুলেটিনে ‘ জাতীয় ছুটির দিন ও সেনা অনুষ্ঠানে আইএস ও তার সমর্থকদের হামলার হুমকির পরিপ্রেক্ষিতে’ নজরদারি জোরদারের পরামর্শ দিয়েছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ভেতরে কোন সুনির্দিষ্ট হামলার হুমকির বিষয়ে তাদের জানা নেই। কিন্তু বিপদের মাত্রা এবার অন্য সময়ের তুলনায় জটিল ও অনিশ্চিত। তবে হামলা চালানোর ব্যাপারে আইএসের মাধ্যমে সরাসরি প্রশিক্ষিত নয়; কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে প্রশিক্ষণ দেয়া ‘ লোন উলফ’ এবং সমর্থকদের যে ব্যাপক উৎসাহিত করা হযেছে সে ব্যাপারে প্রচুর প্রমাণ পাওয়া গেছে।

নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান ফ্লাশ পয়েন্ট ইন্টিলিজেন্টের সহ প্রতিষ্ঠাতা লেইথ আখৌরি বলেন, ‘ অন্য বছরের তুলনায় এ বছরটা ভিন্ন। কারণ আইএস যোদ্ধাদের সঙ্গে তৃণমূল পর্যায়ে মৌলবাদী ব্যক্তি অথবা নিজেই মৌলবাদী চিন্তা ধারণ করেন এমন ব্যক্তিদের সঙ্গে দেশের ভেতরে অনলাইনে যোগাযোগ রয়েছে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *