Connect with us

দেশজুড়ে

সারাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Published

on

লক্ষ্মীপুর 
সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে গত বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনব্যাপী জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ ও শারীরিক কসরৎ প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ইত্যাদি কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) মো. শাহাদাত হোসাইন, সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন আরিফুজ্জামা, নেজারত কালেক্টর লক্ষ্মীপুর।
রাজশাহী
রাজশাহীতে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলোতে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাত ১২টা এক মিনিটে মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এছাড়া রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।
ভুবনমোহন পার্কে আরও শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, রাসিকের কর্মকর্তা-কর্মচারী, রাসিক কর্মচারী ইউনিয়ন, মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক ফেডারেশন, ন্যাপ, জাসদ, রাজশাহী ওয়াসা, জাতীয় যুব জোট, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী, খেলাঘর আসর, বাসদ, নাগরিকাধিকার সংস্থা, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। রাজশাহী কলেজে শ্রদ্ধা জানান, রাজশাহী কলেজ প্রশাসন, মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ নানান সংগঠন। রাজশাহী কোর্ট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক মাহাবুব জামান ভুলু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলালুদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার আলমগীর কবির। রাজশাহী সিভিল সার্জন, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টি, এলজিইডি রাজশাহী, রাকাব কর্মচারী সংসদসহ নানা সংগঠনও সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।
মাগুরা
যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাগুরা জেলা স্টেডিয়াম মাঠে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও সমকালীন এবং স্বাধীনতার ওপর বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। এছাড়া কুচকাওয়াজে পুলিশ, আনসার, সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক মাহাবুবর রহমান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মাগুরা পৌর মেয়র ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর, মাগুরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু ও আ. লীগ নেতা আবু নাসের বাবলু প্রমুখ। জেলা প্রশাসক অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের পুরস্কার প্রদান করেন।
পীরগাছা
রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পীরগাছা উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেন। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির পর ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় স্থানীয় জেএন মডেল হাইস্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের শাহ্ মো. মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনঝুরী বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। বক্তব্য দেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, আব্দুর রউফ আনসারী, মতিয়ার রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়ন্ত সরকার, তাকে সহযোগিতা করেন গোলাম কিবরিয়া। পরে পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় স্থানীয় বটতলায় স্বাধীনতা চত্ব¡রে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জীবননগর
জীবননগরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জীবননগর থানা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার্স ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. সাত্তার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নাসিরনগর
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রসাশন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজ দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল থেকে দিনব্যাপী কুচকাওয়াজ, র‌্যালি, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব প্রমুখ।
নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলা শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার ও পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
শৈলকুপা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের বিজয় স্তম্ভে প্রথম প্রহরে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছিল। পুষ্পমাল্য অর্পণ ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালিত হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথার নেতৃতে মুক্তিযোদ্ধা সংসদ, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাসেম খান এর নেতৃতে থানা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশররফ হোসেন সোনা ও ভাইস চেয়ারম্যান শামীশ হোসেন এর নেতৃতে উপজেলা আওয়ামী লীগ, কাজী আশরাফুল আজম এর নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, শিহাব মল্লিক ও মনিরুজ্জামান সুমন এর নেতৃতে প্রেসক্লাব শৈলকুপা, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি, শৈলকুপা পৌরসভা, দেশ ব্যান্ড, শৈলকুপা মহিলা কলেজ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, প্রহতি লেখক সংঘ, ছাত্র ইউনিয়ন, এছাড়া বিভিন্ন স্কুল-কলেজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পাকুন্দিয়া
যথাযথ মর্যাদা ও ভাব গম্ভীর্য্যরে মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর সদর পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করে। এর আগে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিসবাহ উদ্দিন ও ওসি হাসান আল মামুন বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এছাড়াও বিকেলে উপজেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডাকবাংলো প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সলঙ্গা
যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের সলঙ্গায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সুলেখা মাল্টিমিডিয়া স্কুল সকাল ৯ টায় স্বাধীনতা দিবসের র‌্যালি বের করে। র‌্যালি শেষে প্রতিষ্ঠানের অফিস কক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা করেছে। আলোচনা সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়নের সদস্য গোলাম মোস্তফা, সাংবাদিক কারিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ইসমাইল তালুকদার, আব্দুল মালেক, শাহীন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে বনভোজনের আয়োজন করে।

মধুখালী
ফরিদপুরের মধুখালীতে গত বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সকালে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ডুমাইন শহীদ মুক্তিযোদ্ধা মফিজের কবর জেয়ারত শেষে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের এমপি মো. আব্দুর রহমান। সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাবিব উল্ল্যাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। পরে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
পুলিশ, আনসার ও ভিডিপি এবং উপজেলার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও শরীরচর্চায় অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা এবং দুপুরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিকালে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *