Connect with us

গাইবান্ধা

সুন্দরগঞ্জ দুদকের ৩ মামলার আত্মসাৎকৃত টাকা ফেরৎ দিয়েছে অভিযুক্তরা

Published

on

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জে দুদকের দায়েরকৃত মামলায় অভিযুক্তরা ৩ প্রকল্পের আত্মসাতকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন। গত ২ জুলাই ১৪৯৩২ নং কোড নাম্বারে টিআর ফরম নং ০৬ এর ট্রেজারী চালানে টাকা জমা দেন। ২০১৫-১৬ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা, কাবিখা) প্রকল্পের সভাপতি হরিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মঞ্জুরুল হক ৯ লক্ষ ৩৯ হাজার ১২০ টাকা, প্রকল্প সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা এক লক্ষ ৯১ হাজার ৬৮৩ টাকা ৪৩ পয়সা ও অপর প্রকল্পের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী মিলন আত্মসাতকৃত ২ লক্ষ ৩১ হাজার ১৩২ টাকা ৩১ পয়সা সরকারি কোষাগারে জমা প্রদান করেছেন। এতে মোট ৩ প্রকল্পের ১৩ লাখ ৬২ হাজার টাকা জমা প্রদান করেন।
গত ২৬ জুন ৬টি প্রকল্পের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর আঞ্চলিক শাখার উপ-পরিচালক মোজাহার আলী সর্দার ৮ জনের বিরুদ্ধে পৃথক ৬ টি মামলা সুন্দরগঞ্জ থানায় দায়ের করেন। এরমধ্যে ৩টি মামলার আত্মসাতকৃত টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *