Connect with us

চাঁদপুর

কচুয়ায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠান ভবনের ভিত্তিপ্রস্তর ও আলোচনা সভা

Published

on

20161029_121505মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার ৬৩নং দক্ষিণ ডুমুরিয়া ও ৬০নং কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার উক্ত দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন- আমাদের সরকার নতুন করে শুধুমাত্র মেয়েদের জন্য কোন বালিকা বিদ্যালয় করা হবে না। ছাত্র ছাত্রীরা একই সাথে যেন পাঠদান করতে পারে, সেই লক্ষ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তিনি আরো বলেন- অসম্প্রদায়িক ফতুয়ার মধ্যে কেউ যেন এক সাথে ছেলে মেয়েদের লেখাপড়ার বিকাশে বিশৃঙ্খলা করতে না পারে, আমাদের সজাগ সচেতন থাকতে হবে। ডুমুরিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলমগীর মজুমদার ও অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা মঞ্জুর এলাহী মজুমদার। কোয়া বিদ্যালয়ের অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *