Connect with us

দেশজুড়ে

গলাচিপায় বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শোক র‌্যালি

Published

on

1গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালি।

আশিক মাহমুদ, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা চত্ত্বর থেকে এক বিশাল শোক র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে অডিটরিয়ামে বেলা ১১ টায় এক শোকসভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল-বাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হুমায়ূন কবির, উপজেলা কৃষি অফিসার আবদুল মন্নান, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সত্তার জোমাদ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু অঞ্জন কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাক্তার সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, দক্ষিণ বাংলার জন নন্দিত নেতা চার চার বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক বস্ত্রপ্রতিমন্ত্রী আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন এর সুযোগ্য পুত্র গলাচিপা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আ.স.ম জাওয়াদ (সুজন) এমপি মহোদয়ের বিশেষ সহকারি ও দশমিনা উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সঞ্জয় কুমার দাস, উপজেলা যুবলীগের সভাপতি খালেদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রপন, পৌর যুবলীগের আহবায়ক আলমগীর হোসাইন সহ সকল সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে গলাচিপায় শিক্ষার্থীদের র‌্যালি।

অপর দিকে উপজেলা আ. লীগ কর্তৃক আয়োজিত এক শোক র‌্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আ. লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে দোয়া, মাহফিল ও গরীবের মাঝে কাঁঙ্গালী ভোজের আয়োজন করেন। এতে অংশ নিয়েছেন উপজেলা আ. লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ পেশা জীবি ও সর্ব স্তরের জনগণ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *