Connect with us

জাতীয়

পরিকল্পিতভাবে শিল্পকারখানা স্থাপন করলে দ্রুত গ্যাস বিদ্যুৎ সংযোগ

Published

on

2016-03-11_6_699840বিডিপি ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ইপিজেড, ইকনোমিক জোন বা বিসিক নির্ধারিত স্থানে পরিকল্পিতভাবে শিল্পকারখানা স্থাপন করলে দ্রুত গ্যাস বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট -২০১৬ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড লিমিটেডের নির্বাহী পরিচালক এস এম ফরমানুল ইসলাম, ইএনথ্রি সাসটেইনেবল সলিউশন লিমিটেডের পরিচালক সিথারাম রাম ও পাওয়ার এন্ড এনার্জি ম্যাগাজিনের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন বক্তব্য রাখেন।
নসরুল হামিদ বলেন, যেসব শিল্প প্রতিষ্ঠান পূর্বে গ্যাস ব্যবহার করে জেনারেটর চালাতো তাদের এখন গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা উচিত। আগামী দু’বছরের মধ্যে এফএসআরইউ স্থাপন সম্পন্ন হলে গ্যাসের সমস্যা অনেকটাই দূরীভূত হবে।
প্রতিমন্ত্রী পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী নতুন প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব উল্লেখ করে বলেন, জনগণকে এর সাথে সম্পৃক্ত করতে হবে এবং স্রেডাকেই (নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ) এ দায়িত্ব নিতে হবে।
তিনি এসব এক্সপো ও গ্রিন সামিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এতে ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে তাদের করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকবে।
সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন এন্ড ডেভলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট-২০১৬ এর প্রদর্শনীতে ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে বিদ্যুৎসাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ারকন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব বিল্ডিং নির্মাণ যন্ত্রাংশ, অফিস ইন্টেরিয়র, হিট কন্ট্রোল প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ এবং বিল্ডিং অটোমেশনসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শন করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *