Connect with us

দেশজুড়ে

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Published

on

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- একই এলাকার তালোড়া ইউনিয়নের দেবখণ্ড মধ্যপাড়ার রহিম উদ্দিনের ছেলে দিনমজুর আরিফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী হাসিনা বেগম (২০)। আজ রোববার দুপুরে উপজেলার তালোড়ার দেবখণ্ড গাড়ি বেলঘড়িয়া রেলঘুমটির কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন বেলা সাড়ে ১২ টার দিকে তালোড়া স্টেশন ত্যাগ করে। প্রায় দেড় কিলোমিটার দূরে বেলঘড়িয়া রেলঘুমটির কাছে আরিফুল ইসলাম ও স্ত্রী হাসিনা বেগম কাটা পড়ে মারা যান।
তালোড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মেহেরুল ইসলাম জানান, দিনমজুর আরিফুল ইসলাম ৭-৮ মাস আগে নন্দীগ্রামের ছয়ঘটি বুচন গ্রামের চাঁন মিয়ার মেয়ে খালাতো বোন হাসিনা বেগমকে বিয়ে করেন। হাসিনা মানসিক প্রতিবন্ধী ছিলেন। আরিফুল তার স্ত্রীর চিকিৎসার জন্য দুপুরে পার্শ্ববর্তী গাড়ি বেলঘড়িয়া গ্রামে এক ফকিরের কাছে যাচ্ছিলেন।
বেলঘড়িয়া রেল ঘুমটির কাছে লাইন পার হবার সময় দু’জন ট্রেনে কাটা পড়ে মারা যান। তারা অসাবধানতা:বশত কাটা পড়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারেননি।
তবে গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে তালোড়া স্টেশন মাস্টার আবদুর রহিম জানান, দাম্পত্য কলহে ওই দম্পতি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
বোনারপাড়া রেল থানার ওসি আতাউর রহমান জানান, তালোড়া স্টেশনের কাছে এক দম্পতি ট্রেনে কাটা পড়েছেন। লাশ উদ্ধারে বগুড়া স্টেশন ফাঁড়ির ইনচার্জ হারুনর রশিদ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *