Connect with us

খুলনা বিভাগ

যশোরের ঝিকরগাছায় একটি মহিলা দাখিল মাদ্রাসা ১৭ বছরেও এমপিও ভুক্ত হয়নি

Published

on

মো: মিলন কবির, যশোর:
য‌শোর জেলার ঝিকরগাছা উপ‌জেলার শংকরপুর ইউনিয়‌নের অবহেলিত এক জনপদ ছোট‌পোদাউ‌লিয়া গ্রাম। যে গ্রামের মহিলা দাখিল মাদ্রাসাটি বিগত ১৭ বছরেও এমপিও ভুক্ত হয়নি। ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া মহিলা দাখিল মাদ্রাসাটি। ১৭বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষক/শিক্ষিকাগন পাঠদান করেও আসলে আজ পর্যন্ত কোন জনপ্রতিনিধির নজর মেলেনি এই অবহেলিত প্রতিষ্ঠানটির দিকে। অথচ নির্বাচন আসলে নানা ফুলঝুরির দেখা মেলে।নির্বাচনের পরে হারিয়ে যায় সবাই। ফলে পরিবার পরিজন নিয়ে খুবই নিদারুন
কষ্টে মানবেতর জীবন যাপন করছে কর্মরত শিক্ষক/শিক্ষিকাগন।অথচ অবহেলিত এ প্রতিষ্ঠানটির উন্নয়নে কারোরই যেন কোন মাথা ব্যাথা নেই। উপজেলার ছোটপোদাউলিয়া, উলাকোল এবং রাজবাড়ীয়া এই তিন‌টি গ্রামের মোট ৩৫০জন শিক্ষার্থী পড়াশুনা করে এখানে এবং ১৬ জন শিক্ষক-শিক্ষিকা শুরু থেকে এ প্রতিষ্ঠানে পাঠদান করে আসছেন। এব্যাপারে এলাকার সচেতন মহল প্রতিষ্ঠানটির এমপিও ও উন্নয়নে বিভিন্ন মহলে ধর্না দিয়ে যোগাযোগ রক্ষা করে গেলেও আজ ও কোন সুফল পায়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *