Connect with us

গাজীপুর

কালীগঞ্জে পৃথক ঘটনায় নিহত তিন জনের মৃত্যু

Published

on

গাজীপুরে পুলিশ ভ্যান-বাস সংঘর্ষ, আহত ৬

মনিরুল আলম, কালীগঞ্জ: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রবিবার সকালে মূলগাঁও নামক স্থানে টঙ্গি নরসিংদী হাইওয়ে রোডে অজ্ঞ্যত এক পাগল মহিলা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এছাড়াও সকাল সাড়ে ৮ টার সময় ওই এলাকায় লিপি নামে এক গৃহবধূ গলায় ফাসঁ দিয়ে আত্বাহত্যা করেন, অন্যদিকে উপজেলার নাগরী ইউনিয়নে বাংলালিং মোবাইল টাওয়ারে কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে ইকবাল নামে এক যুবক নিহত হয়েছে ।
থানা ও সরেজমিনে জানা যায়, পৌর এলাকার মূলগাঁও নামক স্থানে টঙ্গি নরসিংদী হাইওয়ে রোডে অজ্ঞাত এক পাগল মহিলা সড়ক র্দুঘটনায় মারা যায়।
এছাড়া, ওই এলাকায় সকাল সাড়ে আটর সময় পিরোজপুরের কাউখালী উপজেলার বেগুয়াটি গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে লিপি আক্তার (৩২) এর সাথে উপজেলার নাংগুলী গ্রামের মৃত আ. কুদ্দুস হাওলাদারের ছেলে মামুনের (৩৮) এর সহিত পরিবারিক বিবাহ হয়। স্বামী মামুন সেভেনরিংস্ সিমেন্ট কারখানার ট্রাক চালক। এ সুবাধে সে কালীগঞ্জ পৌর-এলাকার এনামুল হক রাসেলের বাড়ীর এক রুম বাড়া নিয়ে বসবাস করত। বাড়ীর মালিক এনামুল হক রাসেলের দাবি, ওই গৃহ বধূ লিপি আক্তার একটু পাগল টাইপের ছিল। সে রুমের সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেছিয়ে ফাসঁ দিয়ে আত্মহত্যা করে।
অন্যদিকে মাগুড়া জেলার শালিকা থানার গোনাগাতি গ্রামের শুকুর আলীর ছেলে ইকবাল হোসেন (২৪) সে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে নাগরী বাজারে বাংলালিং মোবাইল কোম্পানীর টাওয়ারে কাজ করার সময় দুপুরে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে ঘটনার স্থলই তিনি মারা যান । নিহত ইকবাল স্টারলিং ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন লিঃ এর ট্রিম লিডার ছিল ।
এবিষয়ে ষ্টারলিং ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন লি. এইচ আর তাহ্মিদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে রোববার সন্ধায় ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ হাসপালে মর্গে পাঠিয়েছে। এ নিয়ে রবিবার সন্ধা পযর্ন্ত থানায় কোন প্রকার মামলা হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *