Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে লে.সামাদ স্মৃতিসৌধের উদ্বোধন

Published

on

নাগেশ্বরী (কড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উদ্বোধন করা হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম শহীদ লে. আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদের (বীর উত্তম) স্মরনে নির্মিত ‘লে. সামাদ স্মৃতিসৌধ’ । বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগ ও তত্ত্বাবধানে এই স্মৃতিসৌধটি নির্মান শেষে বুধবার সকালে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পন এবং আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আমসা আ আমিন । এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.বি.এম আজাদ , লে. সামাদের সহোদর ইজতিয়াক আজিজ উলফাত, সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম শামসুদ্দিন (সামস) , সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ মজিদ, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সাম্পাদক নূরুন্নবী চৌধুরী খোKurigram Leftenant Bir Uttom Samad Smrity Folok 25.03.15 001কন , উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জে.এম এরশাদ আহসান হাবিব , সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রস্তাবিত স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘বিশ্ব পরিবেশ উন্নয়ন সেবা সংঘের’ মহাপরিচালক আব্দুল হাই মাষ্টার , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দীন আহমেদ, সাবেক কমান্ডার আঃ মজিদ সরকার, সাংবাদিক মোঃ যুবরাজ খান , রবিউল আলম লিটন, শরিফ উদ্দীন আকুল , প্রধান শিক্ষক কাজিম উদ্দীন, মাসুদ তালুকদার সহ সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগন ও স্থানীয় সর্বস্তরের জনতা । পরে অতিথিরা শহীদ লে. সামাদ স্মরনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তৃব্য রাখেন । উল্লেখ্য , মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে এক সম্মুখ সমরে বুলেটবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শহীদ হয়েছিলেন দেশ ও কুড়িগ্রামের উত্তর ধরলা বাসীর গর্ব বীর মুক্তিযোদ্ধা লে. আশফাকুস সামাদ । স্বাধীনতার পরে রাষ্ট্র তাকে মরনোত্তর বীর উত্তম খেতাবে ভুষিত করে এবং তখন থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে অবস্থিত তার স্মৃতিধন্য এলাকাটির নামকরন করা হয় সামাদ নগর । এই মহান মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানাতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগ শহীদের মাজারে স্মৃতিসৌধটি নির্মান করা হলো । এ ছাড়া প্রতি বছরই স্থানীয় বিভিন্ন সংগঠন ও সর্বসাধারনের বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসায় নানা আয়োজনে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *