Connect with us

আন্তর্জাতিক

কোনোদিন ক্লাস মনিটরও ছিলেন না নরেন্দ্র মোদী

Published

on

Namo1স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি কোনোদিন ভাবতে পারিনি প্রধানমন্ত্রী হতে পারব। বিশ্বে বিখ্যাত হওয়ার চিন্তাও করিনি। এমনকি স্কুলে কোনোদিন ক্লাস মনিটরও ছিলাম না।

শুক্রবার শিক্ষক দিবসে দিল্লির বিজ্ঞান ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাজারো শিক্ষার্থীর উদ্দেশে এসব কথা বলেন মোদী। দিল্লিতে বক্তব্য রাখলেও মোদীর বক্তব্য কনফারেন্সের মাধ্যমে মুম্বাই, মধ্যপ্রদেশ, পাটনা, পুনে ও বদনগরসহ বেশ কিছু রাজ্যের শহরে এ ভাষণ প্রচারিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষণ শুনছেন ভারতের ১২ হাজার ৫০০টি স্কুলের ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী। 

তিনি বলেন, আমি কাজের মাস্টার। এর মানে এই নয় যে, আমি নিজে কাজ করিনা, অন্যেকে দিয়ে করিয়ে নেই।

মোদী বলেন, কঠোর পরিশ্রম, খেলাধুলা করে দিনে অন্তত চারবার ঘাম ঝড়াও। সারাদিন বইয়ের সঙ্গে আঠার মতো লেগে থেকো না।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ভারত তরুণদের দেশ। আমরা কি মানসম্মত শিক্ষককের দেশের বাইরে পাঠানোর কথা চিন্তা করতে পারি না?  আমরা ভালো শিক্ষক চাই। তরুণরা কেন শিক্ষা পেশায় আসছে না এ বিষয়ে ভাবতে হবে।

তিনি বলেন, একটা সময় ছিল শিক্ষকদের সবাই সম্মান করতো। কিন্তু এখন আর সেদিন নেই। সেদিন ফিরিয়ে আনতে হবে।

সার্চ ইঞ্জিন গুগলকে গুরু বলে অভিহিত করে মোদী বলেন, আজকাল গুগল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। গুগল আমাদের তথ্য দিতে পারে, জ্ঞান নয়। 

মোদী বলেন, আমি রাজনীতিকে পেশা হিসেবে দেখি না। এটা একটা সেবা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *