Connect with us

দেশজুড়ে

গলাচিপায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভোগান্তিতে উপজেলাবাসী!

Published

on

আশিক মাহমুদ রুসেল, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় জনগনের কোটি কোটি টাকার সম্পদ ভম্মীভূত হচ্ছে। উপজেলা শহরে একটি ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকার হাটবাজারগুলোতে দোকান পাট, শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভয়াবহ অগ্নিকান্ডের কবল থেকে সহায় সম্পদ রক্ষার কোন বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিবছরই আগুন লেগে মানুষের কয়েক কোটি টাকার সম্পদ ভম্মীভূত হয়ে অপূরণীয় ক্ষতি হচ্ছে। উপজেলা শহরের হরিদেবপুর,উলানিয় বন্দর, চিকনিকান্দি ব্রিজ বাজার, আমখোলা, চৌরাস্তা, লঞ্চঘাট নতুন বাজার, কলেজ পাড়া, মুসলিম পাড়া, লিপি সিনেমা চত্বর, পেট্রল, অকটেল, ডিজেল, কেরোসিন ও ফার্নিস অয়েলের বেশ কয়েকটি অস্থায়ী মজুদাগার ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া উপজেলা পরিষদ,ব্যাংক বীমা অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকাসহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্টান রয়েছে। নৌ সড়কপথে চলাচলকারী যানবাহনে প্রতিদিন জ্বালানি তেল সরবরাহ এবং মালামাল লোড আনলোড করার সময় দুর্ঘটনার ঝঁকি রয়েছে। এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় যে কোন মুহুর্তে ভয়াবহ অগ্নিকান্ড ঘটার আশংকা ও ঝুঁকি রয়েছে। পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার ৪৮ বছর পেরিয়ে গেলেও এখানে আধুনিক মানের কোন ফায়ার স্টেশন স্থাপন করা হয়নি। ফলে এখানকার সব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে রয়েছে। উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকার হাট বাজারগুলোর কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ৩৫ কিঃ মিটার দূরত্বে জেলা শহরের ফায়ার সর্ভিসের ওপর ভরসা করতে হয়। জেলা শহর থেকে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌছতে পৌছতে সব কিছু আগুনে পুড়ে শেষ হয়ে যায়। গত ১০ বছরে শুস্ক মৌসুমে উপজেলা শহরের পৌর সদর রোড, উলানিয়া বাজার, আমখোলা বাজার, চিকনিকান্দি ব্রিজ বাজার,আশ্রয় কেন্দ্রে অন্তত ২০-৩০টি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান-পাট পুড়ে ব্যবসায়ী ও ভবনের মালিকদের অপূরনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা শহরে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে হয়তো এ ক্ষয়ক্ষতির হাত থেকে সম্পদ রক্ষা করা সম্ভব ছিল বলে ব্যবসায়ী ও এলাকাবাসীর ধারণা। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সামসুজ্জামান লিকন বলেন, এই গুরুত্বপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে আধুনিক মানের একটি রোডস্ অ্যান্ড রিভার্স ফায়ার সার্ভিস স্টেশন থাকা দরকার। দীর্ঘদিনেও তা স্থাপন না করায় এখানকার এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি স্বীকার করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *