Connect with us

দেশজুড়ে

গুরুদাসপুরে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এমপি কুদ্দুস

Published

on

POIKIU20140915171101গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: ঢাকাগামী যাত্রীবাহি বেপরোয়া হানিফ পরিবহনের চাপা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে গুরুদাসপুর বড়াইগ্রামের সংসদ সদস্য ও নাটোর জেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস ঢাকা মেট্রো-চ-১৩-৩৯৫৭ নং মাইক্রোযোগে ধারাবারিষায় এক কৃষক সমাবেশে যাবার সময় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় রাজশাহী থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-চ-১৪-৭৯৬৯ নং যাত্রীবাহি হানিফ পরিবহন বেপরোয়া গতিতে তার গাড়িটিকে চাপা দিতে গেলে চৌকষ মাইক্রোচালক নয়ন অত্যন্ত কৌশলে গাড়িচাপা থেকে এমপি আব্দুল কুদ্দুস কে রক্ষা করেন। এরপর সাথে থাকা বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম ওই হানিফ পরিবহনকে ধাওয়া করে আটক করেন এবং কাগজপত্র তলব করে ড্রাইভার, হেলপার বা গাড়ির কোন বৈধ কাগজপত্র পাননি। এব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আব্দুল কুদ্দুস এমপি বলেন, সারাদেশেই হানিফ পরিবহনের কোন বৈধ কাগজপত্র নেই অথচ কেন যে সরকার এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন না এটা বুঝিনা। তিনি আরো বলেন হানিফ পরিবহনের বেপরোয়া চলাচলের কারণেই বিগত ২০১৩ সালের ২০ অক্টোবর ওই সড়কের রেজুর মোড়ে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৩৭টি প্রাণ অকাতরে ঝরে পড়েছিল অথচ বার বার আইনের চোখ ফাকি দিয়ে হানিফ পরিবহন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *