Connect with us

জাতীয়

দুই নেত্রীর ইচ্ছা অনিচ্ছার কাছে জনগন জিম্মি -নাজমুল হুদা

Published

on

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বিএনপি-আওয়ামী লীগের রজানীতি তাদের নেতাকর্মীকেন্দিক হয়ে পড়েছে। তাদের সঙ্গে জনগণ নেই। দুই নেত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর জনগণ জিম্মি। অবিলম্বে তারা আলোচনায় না বসলে তাদের আলোচনায় বসাতে বাধ্য করা হবে বলেও বলেন তিনি।
গত কাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক অবস্থা, জনগণের দুর্ভোগ, আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “পাসপোর্টই হবে আমাদের ভোটার আইডেনটিটি কার্ড। পাসপোর্টের যে থিওরি তা অচিরেই প্রকাশ করা হবে। এজন্য মহামান্য রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি পেশ করবো।” তিনি অবিলম্বে নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড স্কিম বন্ধের দাবি জানিয়ে বলেন, দয়া করে দেশের সম্পদের অপচয় করবেন না। এজাতীয় কার্ডের কোনো ফলাফল নেই। স্মার্ট কার্ডের ব্যবহারের চেয়ে পাসপোর্টকে কিভাবে আরও বহুলভাবে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে হবে। সাবেক এই মন্ত্রী বলেন, দেশে ধ্বংসযজ্ঞের যে রাজনীতি চলছে মানুষ এর অবসান চায়। ক্ষমতার মসনদে কিভাবে যাওয়া যায় আর তা কিভাবে আকড়ে ধরে রাখা যায় সেই রাজনীতিই এখন চলছে। এভাবে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বিশ্বের আর কোথাও নেই। তিনি আরও বলেন, “বিএনপি’র সহিংস রাজনীতির কারণে অনেকেই ওই দল থেকে বেরিয়ে আসতে চায়। একইভাবে আওয়ামী লীগ থেকেও অনেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু তারা ভিন্ন কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না।” বাংলাদেশ জাতীয় জোট শুধু ২৬টি জোটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই জোট আরও বড় হবে জানিয়ে এসময় সবাইকে তিনি এই জোটের পতাকাতলে আসার আহ্বান জানান। বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) এর চিফ কো-অর্ডিনেটর এম. নাজিম উদ্দীন আল-আজাদ, লেবার পার্টির মহাসচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *