Connect with us

বিচিত্র সংবাদ

দেশের বিমানবন্দর ও কারাগারগুলোতে সতর্কতা জারি

Published

on

বিডিপত্র ডেস্ক: আজ দুপুরে ঢাকার আশকোনায় র‌্যাব ক্যাম্পে ‘আত্মঘাতী’ বিস্ফোরণের পর দেশের সব বিমানবন্দর ও কারাগারে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার বেলা ১টার পর জুমার নামাজের ঠিক আগে ওই বিস্ফোরণে একজন নিহত হন। আত্মঘাতী ওই ব্যক্তি কোনো জঙ্গি দলের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছেন র‌্যাব কর্মকর্তারা।

এর প্রায় আড়াই ঘন্টা পর দেশের সব কারাগারে সতর্কতা জারির ঘোষণা আসে। যেখানে সারাদেশের ৬৮টি কারাগারে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা অধিদফতরের অতিরিক্ত কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণের পর এ নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও আশকোনার এই ঘটনার পর দেশের বিমাবন্দরগুলোতেও বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে দেশের সব বিমানবন্দরে অধিকতর সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *