Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে অল্প বৃষ্টিতে রাস্তার বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারন

Published

on

এমরুহুল আমিন প্রধান,নবাবগঞ্জ: স্বাধীনতার ৪৬ বছর অতিবাহিত হলেও অবহেলিত নবাবগঞ্জ উপজেলা সদরের পানি নিস্কাশনের জন্য আজও নির্মিত হয় নেই ড্রেন। বিভিন্ন বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নিমির্ত হওয়ায় পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বৈশাখ মাসের অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জন দুর্ভোগ। এই উপজেলাতে পৌরসভা কিংবা সদর ইউনিয়ন না থাকায় কে ড্রেন নির্মান করবে এবং কোন প্রকল্পের অর্থ দ্বারা ড্রেন নির্মান হবে সেই নিয়ে দীর্ঘদিন যাবত চলছে হিসেব কিতাব। আসন্ন বর্ষা মৌসুমে রাস্তাগুলি চলাচল অনুপযোগী হবে মর্মে আশংকা করছে এলাকাবাসী। উপজেলার ৩ লক্ষের অধিক জনসাধারন কেউ না কেউ বিভিন্ন কাজে উপজেলা সদরে আসে। উপজেলা সদরে ৩টি কলেজ এবং প্রায় ৫টি স্কুলের শিক্ষার্থীরা উপজেলার সদরের রাস্তাগুলিতে চলাচল করে। যানবহন চলাচলের সময় রাস্তায় জমে থাকা পানি দিয়ে স্কুলগামী শিক্ষার্থী ও জনসাধারনের প্রায়শই শরীর ভিজে গিয়ে বিব্রতকর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও পানি জমে রাস্তাগুলিতে খানা খন্দকের সৃষ্টি হয়ে সরকারী সম্পদ ক্ষতি হচ্ছে। এ বিষয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক উপজেলা ব্যবসা সমিতির এক মতবিনিময় সভায় পানি নিস্কাশনের ড্রেন নির্মানের জন্য তার বরাদ্দ থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দিলেও উপজেলা প্রকৌশলী মোঃ আঃ কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সংসদ সদস্যের যে অর্থ দেওয়ার ঘোষনা দিয়ে বিধিগত ভাবে ঐ অর্থ দিয়ে পানি নিস্কাসনের ড্রেন নির্মান করা যাবেনা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ জানান- জনদুভোর্গের বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। জন দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেন নির্মানে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *