Connect with us

জাতীয়

নারায়ণগঞ্জে ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Published

on

road-accident 2নারায়ণগঞ্জ ও সিলেট প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ও সিলেটে ঢাকা-সিলেট মহসড়কে সংঘটিত পৃথক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গত কাল সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ভৈরব থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ছনপাড়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। আহতদের মাধবদী, ভুলতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সিলেটে যাত্রীবাহী বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গত কাল সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ড ভ্যান চালক উজ্জল (৩৫) ও আরোহী মাহাবুব (৩৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওষুধ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালকসহ দু’জন নিহত হন। আহত হন কাভার্ড ভ্যানের অপর এক আরোহী ও দুই বাসযাত্রী। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা জোনের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালকসহ দু’জন মারা গেছেন। তবে বাস যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *