Connect with us

ঢাকা

নাশকতা প্রতিরোধে সাভারে আনসার ও ভিডিপি মোতায়েন

Published

on

Ansar-1মহাসড়কে নাশকতা প্রতিরোধে সাভার উপজেলাধীন ৪২ কিঃ মিঃ মহাসড়কে আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে।

বিরধী দল বিএনপির ডাকা অবরোধ ও হরতালকে কের্ন্দ্র করে সারাদেশে নাশকতা ও গাড়ী ভাংচুর চলছে এতে করে ঢাকা সহ সারা দেশে অচল অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় সরকার অপরিস্থিতিকর অবস্থার সম্মুক্ষিন হয়। এই অচল ও অপরিস্থিতিকর অবস্থা থেকে নিরসনের জন্য সরকার সারাদেশের মহাসড়কে নিরাপত্তার কাজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে নিয়োজিত করার ঘোষনা দেয়। এরই ধারাবাহীকতায় ৩০ জানুয়ারী সাভার উপজেলাধীন ৪২ কিঃ মিঃ মহাসড়কে আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়। আমিন বাজার থেকে নবীনগর বাস স্ট্যান্ড পর্য্ন্ত ১২ টি পয়েন্ট, পল্লিবিদ্র্যৎ বাস স্ট্যান্ড হতে জিরানী বাজার পর্য্ন্ত ৫টি পয়েন্ট ও বাইপাইল হতে আশুলিয়া বাজার পর্য্ন্ত ৫টি পয়েন্ট করে মোট ২২ টি পয়েন্টে ২৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়জিত করা হয়েছে। এসকল আনসার সদস্যগন প্রতি সিফটে ৪ জন করে প্রতিটি পয়েন্টে মোট ১২ জন ২৪ ঘন্টা নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবে ।

৩০ জানুয়ারী রাত ৮ ঘটিকা হতে এ কার্য্ক্রম শুরু হয়। ওই দিন রাত ১০ ঘটিকা হতে ভোর ৪ ঘটিকা পর্য্ন্ত জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা, জনাব মোঃ খলিলুর রহমান খান প্রতিটি পয়েন্টে উপস্থিত হয়ে অর্পিত দায়িত্ব সরজমিনে পরিদর্শন করেন। আরো জানা যায় তিনি ধামরাই থানাধীন মহাসড়কের ১২টি পয়েন্টের দায়িত্ব ও তদারকি করেন। পরিদর্শন কালীন সময়ে তার সাথে ছিলেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাভার ও আশুলিয়া থানা কর্মকর্তা হারুন অর রশিদ। পরিদর্শন কালীন সময়ে ঢাকা জেলা কমান্ড্যান্ট দায়িত্বরত আনসারদের নিষ্ঠা ও সাহসিকতার সাথে সরকারী এ গুরু দায়িত্ব পালনের নির্দেশ দেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *