Connect with us

ফিচার

প্রাচীন দুর্গনগর পঞ্চগড়ের ভিতরগড়

Published

on

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: ভ্রমণ বলতেই আমরা কেবল কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, পার্বত্য জেলা আর সিলেটের চা বাগান বুঝি। কিন্তু যারা ভ্রমণপিপাসু তারা ঠিকই খুঁজে নেয় নয়নাভিরাম দৃশ্য। সেই অর্থে দেশের সর্ব উত্তরের প্রাচীন সভ্যতার অপরুপ নিদর্শনের একটি পঞ্চগড় জেলার সদর উপজেলার প্রত্নতাত্তিক সমৃদ্ধ দূর্গনগরী ভিতরগড়।

এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ প্রত্মতাত্তি¡ক সম্পদ এবং প্রাচীন দূর্গনগরী।

প্রত্নত্তাতিক সমৃদ্ধ দূর্গনগরী ভিতরগড় জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভিতরগড় দুর্গনগরী প্রাচীন যুগের একটি বিরাট কীর্তি। প্রায় ১২ বর্গমাইলজুড়ে এই বিশাল গড় ও নগরীর অবস্থান। ১৯৪৭ সালে দেশ ভাগের পর বর্তমান এ দুর্গনগরীর কিছু অংশ ভারতের মধ্যে পড়েছে। ঐতিহাসিকদের মতে, ভিতরগড় পূর্ণ নির্মাণ করেন প্রাচীন কামরুনের শুদ্রবংশীয় রাজা দেবেশের বংশজাত পৃথু রাজা। সম্রাট হর্ষবর্ধনের সময় পৃথু রাজার অভ্যুদ্বয় ঘটে। তিনি কামরুপে পরাজিত হয়ে ভিতরগড় এলাকায় গমন করেন এবং নির্মাণ করেন এই গড়। ভিতরগড় দুর্গে একটি বড় দীঘি (মহারাজার দীঘি) ও কয়েকটি ছোট ছোট দীঘি আছে। ’মহারাজার দীঘি’ একটি বিশালায়তনের জলাশয়। পাড়সহ এর আয়তন প্রায় ৮০০দ্ধ৪০০ গজ। পাড়ের উচ্চতা প্রায় ২০ ফুট। জলভাগের আয়তন প্রায় ৪০০দ্ধ২০০ গজ। পানির গভীরতা প্রায় ৪০ ফুট বলে স্থানীয় অধিবাসীদের বিশ্বাস। পানি অতি স্বচ্ছ। দীঘিতে রয়েছে ১০টি ঘাট। প্রতি বছর বাংলা নববর্ষে ওই দীঘির পাড়ে মেলা বসে। ওই মেলায় কোনো কোনো বার ভারতীয় লোকের উপস্থিতি লক্ষ করা যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *