Connect with us

ঢাকা বিভাগ

প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

Published

on

প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচনরাজধানীর জাতীয় প্রেসক্লাবে অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে প্রেসক্লাবের মূল ভবনের নিচতলায় এই প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এটি উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদসহ নেতারা। প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করা হয়েছে।এজন্য সাংবাদিক সমাজ আজ গর্বিত।

মোড়ক উন্মোচনের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আওয়ামীপন্থী সাংবাদিকরা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবি করে আসছিলেন। এবছর আওয়ামীপন্থী সাংবাদিক নেতা ও বিএনপি পন্থী সাংবাদিক নেতাদের একাংশ নিয়ে গঠিত সমঝোতার কমিটি জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সিন্ধান্ত নেয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *