Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় সভা

Published

on

ফরিদপুর সংবাদদাতা
দেশের ৩১৫টি বেসরকারী কলেজ সরকারীকরণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বিসিএস ছাড়া কাউকে ক্যাডার সার্ভিসভুক্ত না করার দাবি জানানো হয়েছে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ফরিদপুর জেলা ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ দাবি করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির ফরিদপুর জেলা ইউনিটের সভাপতি ও সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ আলী।
সভায় লিখিত বক্তব্যে বলা হয়, বেসরকারী কলেজ জাতীয়করণের এ মহৎ উদ্যোগকে বিতর্কিত করার জন্য বেসরকারী কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পায়তারা চালানো হচ্ছে। এনিয়ে সারাদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫ হাজার সদস্য উদ্বিগ্ন। জাতীয়করণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কলেজসমূহে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ তাদের ক্যাডার বহির্ভূত করে চাকরির শর্ত নির্ধারণ করতে হবে।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ফরিদপুর জেলা ইউনিটের দফতর সম্পাদক আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক রাখাল চন্দ্র চক্রবর্তী, সরকারী সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসিনা বানু, সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোবিন্দ চন্দ্র বিশ^াস, সমিতির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান, জাহাঙ্গির আলম, রিজভী জামান প্রমুখ। মতবিনিময় সভায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *