Connect with us

কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইউপি নির্বাচনে পদ প্রার্থীরা

Published

on

Fulbari electronics newsফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: চতুর্থ ধাপে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইছে সমস্ত পাড়া মহল্লায়। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা নিজ নিজ প্রতীকসহ তাদের দলবল নিয়ে ইউনিয়নের ওয়ার্ড গুলোতে চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ব্যস্তসময় কাঁটাচ্ছেন। যেখানেই মানুষের সমাগম সেখানেই চলছে তাদের নির্বাচনী আলাপ-আলোচনা। চাচা ,চাচী ,ভাই, বোন ভাবী ইত্যাদি বলে ভোট চাচ্ছেন প্রার্থীরা। তবে এবারে কে হচ্ছেন চেয়ারম্যান-মেম্বার, নতুন না পুরাতন ।
আগামী ৭মে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার নাওডাঙ্গা, শিমুলবাড়ি ও বড়ভিটা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ১১ জন। মেম্বার পদে ৯৩ জন ও সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী ৩৪ জন। প্রার্থীরা ভোটারদের প্রতিটি পাড়া মহল্লায় খুলি বৈঠকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। তবে ইউনিয়ন গুলোতে ঘুরে জানা যায়, সৎ ও যোগ্য ব্যক্তি এলাকার উন্নয়ন করতে পারবেন এবং গরীব মানুষের উপকারে আসবেন তাকেই ভোট দিবেন তারা। উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকান গুলোতে ও প্রার্থীদের অফিস রুমে খাওয়া -দাওয়ার ধুম পড়ে গেছে ভোটারদের। ভোট আসলে ভোটাদের কদর বেড়ে যায়। ভোটারদের খুশি করতে প্রার্থীরাও মূল্যবান সময় ও অর্থ ব্যয় করছেন ভোটাদের পিছনে। সকলের আশা বিজয়ী হতে হবে। সেই বিজয়ের আশায় বুক বেধেঁ অপেক্ষার প্রহর গুনছেন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা।
নাওডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির আলহাজ্ব আব্দুল গফুর আলী, আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে হাছেন আলী, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মুসাব্বের আলী মুসা। শিমুলবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪জন। আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে এজাহার আলী, মোটর সাইকেল প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম (সোহেল), ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ফজিলাতুন্নেছা ও চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম। বড়ভিটা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫জন। আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব আলতাফ হোসেন সরকার, মোটরসাইকেল প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খয়বর আলী, ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম মিল্টন, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির রফিকুল ইসলাম ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সরদার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *