Connect with us

খেলাধুলা

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ

Published

on


স্পোর্টস ডেস্ক:
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও রানার্সআপ আর্জেন্টিনা। প্রতিশোধের এ ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছে মার্টিনোর আর্জেন্টিনা। জার্মানির কোচ জোয়াকিম লো’র বিপক্ষ ডাগ আউটে ছিলেন আর্জেন্টিনার নতুন কোচ জেরার্দো মার্টিনো। নিজের প্রথম ম্যাচেই ইনজুরির কারণে মার্টিনো দলে পাননি ফুটবল বিস্ময় লিওনেল মেসিকে। এছাড়াও ইনজুরির কবলে থাকা ম্যাক্সি রদ্রিগেজ, এজিকুয়েল গ্যারে ও রদ্রিগো প্যালাসিওর মাঠে নামা হয়নি। অন্যদিকে জার্মান দলেও ছিলেন না অবসর নেওয়া ফিলিপ লাম, পার মার্তেস্যাকার, মেসুত ওজিল ও বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরো¯¬াভ ক্লোসা। হাভিয়ের মাশ্চেরানোর অধিনায়কত্বে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিতে মাঠে নামে আর্জেন্টিনা। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ কাজে লাগাতে পারে নি জার্মানির টনি ক্রুস। আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে একা পেয়েও তার দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হন ক্রুস। ম্যাচের ২০ মিনিটে পাবলো জাবালেত্তার অসাধারণ ক্রস থেকে গোল করেন ১০ নম্বর জার্সি পরিহিত সার্জিও আগুয়েরো। পায়ের আলতো ছোঁয়ায় জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরকে ফাঁকি দিতে একটুও কষ্ট হয়নি আগুয়েরোর। এর মিনিট দুয়েক পর সমতায় ফেরার সুযোগ পায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে, ক্রুসের নেওয়া শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যাওয়ায় গোল বঞ্চিত হয় জার্মানি। গোলের জন্য ক্রমেই মরিয়া হয়ে উঠা জার্মানি ম্যাচের ২৮ মিনিটে আবারো সুযোগ নষ্ট করে। গোমেজের জোড়ালো শট আবারো রুখে দেয় রোমেরো। নিশ্চিত গোলের হাত থেকে দলকে দ্বিতীয়বার রক্ষা করেন রোমেরো। ম্যাচের ৩২ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে ডি মারিয়া প্রতিপক্ষের জালে শট নিলে এবার তা রুখে দেন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পাওয়া ন্যুয়ের। এর দুই মিনিট পরে ড্রাক্সলারের বদলি হিসেবে মাঠে নামেন লুকাস পোডলক্সি। ম্যাচের ৪০ মিনিটে আবার জার্মানির জালের ঠিকানা খুঁজে পায় আর্জেন্টিনা। ডি মারিয়ার দারুন ক্রস থেকে ন্যুয়ের কে কোনো সুযোগ না দিয়ে গোল করেন মেসির পরিবর্তে দলে ডাক পাওয়া টটেনহ্যামের তরুণ তারকা এরিক লামেলা। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে গোমেজ আরও একটি সুযোগ পেয়েছিলেন গোলের। সরাসরি পোস্টে শট নিয়েও রোমেরোকে ধোঁকা দিতে পারেন নি তিনি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। আগুয়েরো এবং লামেলার গোলে ২-০ তে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছিল আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই জার্মানি বস জোয়াকিম লো গোলরক্ষক ন্যুয়েরকে তুলে নিয়ে মাঠে নামান রোমান উইডেনফেলারকে। তাকে ফাঁকি দিয়ে ম্যাচের ৪৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোল করেন ফার্নান্দেজ। ডি মারিয়ার দারুন একটি পাস থেকে গোলটি করেন তিনি। পাবলো জাবালেত্তার থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় দলের চতুর্থ গোলটি করেন ডি মারিয়া নিজেই। ম্যাচের ৫০ মিনিটে জার্মানির ডিফেন্স ও গোলরক্ষকের মাথার উপর দিয়ে কোনাকুনি শটে অসাধারণ এ গোলটি করেন মারিয়া। চতুর্থ গোল হজমের দুই মিনিট পর আন্দ্রে শুরল জার্মানির হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান। ম্যাচের ৫২ মিনিটে আর্জেন্টিনার ডি বক্সের ভিতরে জট পাকালে গোলবারে শট নেন শুরল। তবে, সেটি রোমেরো রুখে দিলে আবারো বল শুরলের পায়ে চলে যায়। আলতো টোকায় বল জালে জড়ান তিনি। ম্যাচের ৫৯ মিনিটে আবারো আক্রমণাÍক খেলতে থাকা জার্মানির খেলোয়াড়রা আর্জেন্টিনার ডি বক্সে জটলা পাকান। মার্কো রিউসের নেওয়া শটটি রোমেরো কল্যানে আবারো ব্যর্থতায় রুপ নেয়। ম্যাচের ৫৭ মিনিটে ডাবল পরিবর্তন আনেন জোয়াকিম লো। আদ্রে শুরলকে তুলে নিয়ে থমাস মুলার এবং গোমেজকে তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনালে গোল করা মারিও গোতজেকে মাঠে নামান জোয়াকি
ম। পুরো শক্তির দল নিয়ে বেশ ভালই খেলছিল জার্মানি। তবে, আর্জেন্টাইন রক্ষনভাগ ভেদ করে গোল করতে পারছিলেন না তারা। ম্যাচের ৭৭ মিনিটে রিউসের একটি জোড়োলো শট ক্রস বারে লেগে এলে গোল পায়নি জার্মানি। এর কয়েক সেকেন্ড পর কর্নার থেকে পাওয়া বলে শট নেন মারিও গোতজে। রোমেরো প্রথমে তা রুখে দিলেও পরের শটে তা জালে জড়ায়। এর মিনিট দুই পর আর্জেন্টিনার নায়ক গোলরক্ষক রোমেরো পেশিতে টান পরায় মাঠ থেকে উঠে যান। তার পরিবর্তে গোল পোস্টের নিচে দায়িত্ব পালন করতে আসেন মারিয়ানো আনদুজার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপে হারের প্রতিশোধ তুলে নেয় আর্জেন্টিনা। দিনের অপর প্রীতি ম্যাচে ৩৯ মিনিটে বেদোয়ার দেওয়া একমাত্র গোলে ইউএসএ জয় পায় চেক রিপাবলিকের বিপক্ষে। আয়ারল্যান্ড দোয়েল ও পিয়ার্সের গোলে ২-০ তে হারায় ওমানকে। আর ওয়েন রুনির ৬৮ মিনিটে দেওয়া গোলে নরওয়ের বিপক্ষে জয় পায় ইংল্যান্ড।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *