Connect with us

জাতীয়

বুধবারের এসএসসি পরীক্ষা শনিবার সকাল ১০টায়

Published

on

হরতালের কারণে বুধবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা নেয়া হবে আগামী শনিবার। মঙ্গলবার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি আবারো শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আর হরতালের মত কর্মসূচি না দেয়ার আহ্বান জানান। ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচির কারণে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত পেছালো ২০১৫ সালের এসএসসি পরীক্ষা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘৪ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা ২য় পত্র পরীক্ষা ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই তারিখটা আমরা পরিবর্তন করত আজকে বাধ্য হলাম। আমি জানি এর ফলে আমাদের ছেলেমেয়েরা এক অনিশ্চয়তা ও দ্বিধার মধ্যে দিন কাটাবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘মানুষের মাঝে এখন মানবিক মূল্যবোধ একেবারেই লোপ পেয়ে গেছে। তারপরও আমরা আশা করছি তারা তাদের এই কর্মসূচি আর বাড়াবেন না। আমরা ৮ তারিখ (রোববার) থেকে আমাদের নিয়মিত রুটিনে পরীক্ষা নিতে শুরু করবো।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *