Connect with us

লাইফস্টাইল

বেড রুম যদি সুন্দর হয়, ক্লান্তি উড়ে যাবে!

Published

on

 

maharaja-express-bedroom-luxury-train-india-cool

লাইফস্টাইল ডেস্ক: রাতের বিছানা নিয়ে একটু মাতামাতি হয়েই থাকে৷ প্রিয়তমাকে নিজের করে পাওয়ার রাতে একটু অন্নরকম অনুভূতিও বটে। তবে শুধু একটা খাটকে ফুল দিয়ে সাজালেই কি রোমান্টিক হয় শোয়ার ঘর। ফুল সাজানো খাট তো একটি মাত্র রাতের জন্য৷

কিন্তু প্রতিরাতেই শোওয়ার ঘর রোমান্টিক রাখতে পারেন আপনি৷ বিয়ের পরে নিজেদের বেডরুমকে একটু বিশেষ কায়দায় সাজাতে চান। যাতে প্রতিদিনের সব ক্লান্তি উড়ে যায় ওই ঘরে ঢুকলে৷

ঘরের রঙ

বেডরুমের জন্য উপযুক্ত রঙ হল লালের কোন হাল্কা শেড অথবা মেরুন৷ খয়রী রঙের আসবাব পত্র রাখুন ঘরে৷ এই রঙ আপনার ঘরকে অনেক বেশি অ্যাডাল্ট করে তুলতে পারে৷

টিভি

বেডরুমে একটি টিভি রাকতে পারেন৷ শোওয়ার আগে কোনও প্রিয় অনুষ্ঠান বা রোমান্টিক কোনও সিনেমা আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দেখতে পারবেন৷

বিছানার চাদর

বিছানার জন্য সুন্দর সার্টিনের চাদর ব্যবহার করতে পারেন৷ লাল অথবা ডিপ কোনও রঙের চাদর বেশ মানাবে আপনাদের শোওয়ার ঘরে৷

মোমবাতি

শোওয়ার ঘরে ভালো সুগন্ধি মোমবাতি রাখতে পারেন৷ তাতে আলো বন্ধ করে দিলে সুগন্ধ ও নরম আলো দুই পাওয়া যাবে৷ তাতে আপনার ঘরের মধ্যে তৈরি হতে পারে একটি সুন্দর রোমান্টিক পরিবেশ৷

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *