Connect with us

আন্তর্জাতিক

ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫

Published

on

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গাড়ি ও ছুরি নিয়ে হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। প্রথমে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার পর এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে হামলাকারী। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করেন। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। খবর বিবিসি ও রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে এ ঘটনা ঘটে। হামলার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে অধিবেশন চলছিল। গুলির খবরে তৎক্ষণাৎ অধিবেশন মুলতবি করা হয়। একটি গাড়িতে চড়ে দ্রুত পার্লামেন্ট ছেড়ে যান প্রধানমন্ত্রী টেরিজা মে।

ব্রিটেনের সিনিয়র কাউন্টার টেরোরিজম অফিসার মার্ক রাওলি রয়টার্সকে বলেন, একটি গাড়ি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর পথচারীদের চাপা দেয়। এতে তিন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন পথচারী আহত হয়।

তিনি আরও বলেন, এক ব্যক্তি বহনকারী গাড়িটি পরে অস্ত্র হাতে পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করে। তখন এক পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাত করা হয়। একই সঙ্গে পুলিশের পাল্টা গুলিতে ওই হামলাকারী নিহত হয়।

ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, হামলায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামলাকারী, এক পুলিশ কর্মকর্তা ও দুই পথচারী। তবে সবশেষে যে একজনের মৃত্যু খবর প্রকাশ করেছে রয়টার্স তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

হামলায় পর পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্লামেন্টের সদস্যদের ভেতরে নিজেদের কার্যালয়ে থাকতে বলা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের বের হতে বলা হয়।

ঘটনার পরপরই ঘটনাস্থলে স্কটল্যান্ড ইয়ার্ডসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছুটে যান। পার্লামেন্টে প্রবেশ করেন সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করছে লন্ডন পুলিশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *