Connect with us

দেশজুড়ে

লক্ষীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সুটার বাশার নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

Published

on

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বাহিনীর প্রধান সুটার বাশার (৩৫) নিহত হয়েছে। এতে পুলিশের উপ পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার ( ৩০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে লক্ষীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাশার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহাম্মদের ছেলে। তার মরদেহ লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।
আহত পুলিশের উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুস ও উৎপল লক্ষীপুর সদর হাসপাতাল থেকে প্রথমিক চিকিৎসা নিয়েছেন।
লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, কাজ্জালিপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়; পুুলিশও আত্ত্বরক্ষার্থে পাল্টাগুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে। তবে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান বাশারকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে ল²ীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ডগুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লক্ষীপুর সদর থানায় হত্যাসহ ১৫ টি মামলা রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *