Connect with us

জাতীয়

সম্ভাবনাময় জাতি

Published

on

স্কোয়াড্রন লিডার আহ্‌সান উল্লাহ (অবসরপ্রাপ্ত) লিখেছেন- ”অনেকের মতো আমিও মনে করি বাংলাদেশ এক অমিত সম্ভাবনার দেশ। আমি আরেকটু বলতে চাই, আদি নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় মঙ্গোলিয় ও অন্যান্য মানবগোষ্ঠীর সংমিশ্রণে সৃষ্ট সংকর প্রজাতির উত্তরাধিকারী এই মেধাবী ও মননশীল বাঙালি জাতি ভবিষ্যতে সমগ্র বিশ্বের জন্য পথ-প্রদর্শকের ভূমিকা পালন করবে। কারণ একসময় মানুষের সাদা-কালো-তামাটে সব রং মিশে একাকার হয়ে বাঙালিদের মতই বৈচিত্রময় এক সংকর মানবগোষ্ঠীতে রূপান্তরিত হবে।”
হ্যাঁ, এই বিশিষ্ট ব্যক্তির সুরে সুর মিলিয়ে আমরাও বলছি- ইনশা’আল্লাহ সে সময় বেশিদূরে নেই যখন এই বাঙালি জাতি পৃথিবীকে নেতৃত্ব দেবে, সারা বিশ্বের পথ-প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবে। কিন্তু তার জন্য যাবতীয় অন্যায়, অসত্যের বিরুদ্ধে জাতির ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন। আমরা বিশ্বাসের শক্তিতে বলিয়ান। এই বিশ্বাসকে স্বার্থান্বেষীদের দ্বারা ভুল পথে প্রবাহিত হতে দেওয়া যাবে না। তবেই সোনালি সুদিন ফিরে আসবে।

-হেযবুত তওহীদ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *