Connect with us

জাতীয়

জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যম কর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময়

Published

on

বাংলাদেশেরপত্র ডে্স্ক: গণমাধ্যমের বিশিষ্টজনদের নিয়ে আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর থাই চি রেস্টুরেন্টের কনফারেন্স হলে মতবিনিময় সভা করে মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে করণীয়” মূল প্রতিপাদ্যের উপর আলোচনা করেন করেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেযবুত তওহীদের মুখপাত্র রুফায়দাহ পন্নী। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শুরুতে হেযবুত তওহীদ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জঙ্গিবাদ বিরোধী সভা-সমাবেশের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে দেখানো হয় সারা দেশে হেযবুত তওহীদের উদ্যোগে গত কয়েক বছরে ৮০ হাজারেরও বেশি সভা-সেমিনার, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জঙ্গিবাদ বিরোধী জনমত গড়ে তোলা হয়েছে। এই আন্দোলনটি গত কয়েক বছর ধরে রাজধানীসহ দেশের প্রায় সবকটি জেলা, থানা এমনকি গ্রামে-গঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনামূলক কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদকে ইস্যু করে যখন একটির পর একটি মুসলিম দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, বাংলাদেশকে নিয়েও সেই একই ষড়যন্ত্র চলছে তখন দেশকে নিরাপদ রাখতে ষোল কোটি মানুষকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মব্যবসা, অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। হেযবুত তওহীদ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে বাংলাদেশের ষোল কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়টিই তুলে ধরা হয় এই প্রামাণ্যচিত্রে। আরও একটি প্রামাণ্যচিত্রে দেখানো হয় জঙ্গিবাদ, ধর্মব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নোয়াখালীতে গত বছর ১৪ মার্চ ধর্মব্যবসায়ী জঙ্গিবাদী গোষ্ঠীর উস্কানিতে মাননীয় এমামের বাড়িতে হামলা চালিয়ে আন্দোলনের দুইজন কর্মীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয় ও বাড়িঘর লুটপাট-অগ্নিসংযোগ করার ঘটনার নেপথ্য কারণ কী ছিল তারও বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে তুলে ধরা হয়। সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম মূল প্রতিপাদ্যের উপর আলোচনা করেন।
মাননীয় এমাম সুস্পষ্টভাবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদ কীভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরেন এবং হেযবুত তওহীদ কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, কেন হচ্ছে সে বিষয়েও আলোকপাত করেন। তিনি বলেন, “আপনাদের কাছে আমি দুটো বিষয় আশা করি। প্রথমত, হেযবুত তওহীদ সম্পর্কে ব্যাপক অপপ্রচার হয়েছে। আপনারা হেযবুত তওহীদ সম্পর্কে জানবেন, বুঝবেন এবং আমাদের সম্পর্কে যাবতীয় অস্পষ্টতা ও সন্দেহ থেকে মুক্ত হবেন।দ্বিতীয়ত, জঙ্গিবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমরা যে প্রস্তাবনাগুলো তুলে ধরছি, তা বিবেচনা করবেন। যদি তা প্রয়োগযোগ্য ও বাস্তবসম্মত হয় তাহলে জাতির স্বার্থে তা প্রচার করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি।” বক্তব্য শেষে আগত গণমাধ্যমকর্মীগণ হেযবুত তওহীদের মাননীয় এমামকে প্রশ্ন করে হেযবুত তওহীদের বিভিন্ন বিষয়ে জানতে চান এবং কেউ কেউ আন্দোলন পরিচালনার ক্ষেত্রে কিছু মূল্যবান পরামর্শও প্রদান করেন। তাঁদের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করে মাননীয় এমাম তাদের পরামর্শগুলোও বিবেচনা করার আশ্বাস দেন। সবশেষে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *