Connect with us

দেশজুড়ে

লক্ষীপুরে কৈশোর তারুণ্যের বইমেলার দ্বিতীয় পর্ব শুরু

Published

on

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৈশোর তারুণ্যের বইমেলার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শূন্য’ এর সহযোগিতায় বিদ্যালয়ের হলরুমে এ মেলা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষীপুর জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, লক্ষীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আয়োজকরা জানিয়েছেন, মেলায় দেশের ৮টি খ্যাতনামা প্রকাশনার স্টল রয়েছে। এতে দেশ-বিদেশের প্রসিদ্ধ লেখকদের লেখা সায়েন্স ফিকশন, ছড়া, গল্প, উপন্যাস, কবিতাসহ শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক বই রয়েছে। পছন্দের এ সকল বই দেখা, পড়া ও কেনার সুযোগ পেয়ে খুশি মেলা প্রাঙ্গণে আসা জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদেরকে পাঠ্যবইয়ের পাশাপাশি বাহ্যিক জ্ঞানে সমৃদ্ধ করতেই শ্রেণী কক্ষের পাশে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। এর আগে গত (৭ আগস্ট) আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় হল রুমে কৈশোর তারুণ্যের বইমেলার উদ্বোধন করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *