Connect with us

গাইবান্ধা

লাঙ্গল ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না- সুন্দরগঞ্জে এরশাদ

Published

on

এনামুল ইসলাম, সুন্দরগঞ্জ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামীতে লাঙ্গলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সঙসদ নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করবে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলেই স্বস্তি আর শান্তি আসবে দেশের মানুষের মধ্যে। জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র জাতীয় পার্টি।
সোমবার বিকেল ৩টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে হাজারও জনতার উপস্থিতিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন ‘লাঙ্গলের প্রতি মানুষের ভালবাসা যেমন ছিল ঠিক তেমনিই আছে। এ কারণে দেশে এখন লাঙ্গলের গণজোয়াড় সৃষ্টি হয়েছে। গণজোয়াড়ের কারণে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এক লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তাই আমরা আশাবাদী জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে।’
এরশাদ আরো বলেন, গাইবান্ধার পাচটি আসনেই জাতী পার্টির দখলে ছিল। তাই আগামী নির্বাচনে আবারো এ আসনগুলো জাতীয় পার্টিকে উদ্ধার করতে হবে। আগামী ১৩ই মার্চ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এসময় তিনি মঞ্চে উপস্থিত ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীকে এই উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরিচয় করে দিয়ে সভায় উপস্থিত হাজারো জনসাধারণকে লাঙ্গলে ভোট দেওয়ার আহবান জানান।
জাপার চেয়ারম্যানের আইন বিষয়ক উপদেষ্টা ও সুন্দরগঞ্জ উপজেলা জাপার সভাপতি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *