Connecting You with the Truth

অস্ট্রিয়ার বারগেনল্যান্ডে ৭১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার

jewish-settler-30961অস্ট্রিয়ার বারগেনল্যান্ড প্রদেশে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ৭১ জন অবৈধ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অভিবাসীদের মধ্যে উনষাটজন পুরুষ, আটজন নারী ও চার শিশু ছিলো বলে জানিয়েছে গণমাধ্যম। পুলিশ জানায়, পর্যাপ্ত আলো বাতাসের অভাবে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় হাঙ্গেরিতে মানবপাচারকারী সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অভিবাসীরা বেশিরভাগই সিরীয় বলে জানা গেছে।

ঐ ট্রাক থেকে অভিবাসীদের কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ। বুলগেরিয়া-হাঙ্গেরির একটি পাচারকারী নেটওয়ার্ক এর পেছনে জড়িত বলেও সন্দেহ করছে পুলিশ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...