Connecting You with the Truth

আফগানিস্তানের মাজার-ই-শরিফে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তালেবান হামলা

_82209612_82209608আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সেনাবাহিনীর পোশাকধারী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ২ জন নিহত ও ২৫ ক’জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ হামলা চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অন্তত চার বন্দুকধারী নির্বিচারে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটাতে ঘটাতে ভবনের ভেতরে ঢুকে পড়ে। সরকারি বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে তিন জন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একশ’ মিটারের মধ্যেই অবস্থিত প্রাদেশিক গভর্নরের কার্যালয়। হামলার সময় গভর্নর আত্তা মোহম্মদ নুরও তার বাসভবনে অবস্থান করছিলেন। হামলা প্রতিহত করতে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। তালেবান মুখপাত্র  এ হামলার দায় স্বিকার করেছে।

Comments
Loading...