Connecting You with the Truth

আবারও নচিকেতার অ্যালবাম

বিনোদন ডেস্ক:
দুইবাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা। তার নতুন গান মানেই শ্রোতাদের জন্য আনন্দের খবর। ৫ ফেব্র“য়ারি কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে ব্যাণ্ডদল একলব্যের অ্যালবাম ‘দ্রোণ এবং একলব্য’। এই অ্যালবামে গান গেয়েছেন নচিকেতা। ব্যান্ডের গানে নচিকেতা শুনে তার শ্রোতারা নিশ্চয়ই চমকে উঠবেন। তবে কি ব্যাণ্ডদল করেছেন নচিকেতা? নচিকেতা জানিয়ে দিলেন না। তিনি ব্যাণ্ডদল করছেন না। অনেক পুরনো ব্যাণ্ডদল একলব্য। তারাই আবার নতুন করে ফিরেছে। একলব্যের প্রত্যাবর্তনের এই আয়োজনে নচিকেতা গেয়েছেন সাড়ে তিনটি গান। নচিকেতা বলছেন, ‘এ অ্যালবামে আমি সাড়ে তিনটা গান গেয়েছি। আমি যে রকম গান করি, এ অ্যালবামের গানগুলো কিন্তু সে রকম নয়। ঠিক রক ব্যান্ড বা ব্যান্ডিড নয়। বেশ কঠিন। একটা এলিট ব্যাপার আছে। আমার মতো প্রতিবাদ নেই।’

Leave A Reply

Your email address will not be published.