Connecting You with the Truth

আশুলিয়ায় বাসচাপায় হেলপার নিহত

road-accidentsসাভার প্রতিনিধি:
আশুলিয়ায় বাস চাপায় মো. রফিকুল ইসলাম (২৭) নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, চন্দ্রা যাওয়ার উদ্দেশ্যে নবীনগর থেকে ছেড়ে যাওয়া নিরাপদ পরিবহনের একটি বাস পল্লীবিদ্যুত এলাকায় যাত্রী নামানোর জন্য দাঁড়ালে হেলপার রাফিকুল ও নামেন। এ সময় পিছন থেকে দুরপাল্লার আবির ক্লাসিক পরিবহনের রংপুরগামী একটি বাস বাম পাশ দিয়ে ওভারট্রেকিং করার সময় নিরাপদ বাসটিকে ধাক্কা দেয়। এতে নিরাপদ বাসটির হেলপার চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে উঠে পড়ে। পরে উপস্থিত জনতা বাসটিকে আটক করে। এদিকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Comments
Loading...