Connecting You with the Truth

আসছে ‘মারদানি’র সিক্যুয়াল

02-Rani
বিনোদন ডেস্ক:
পুলিশ কর্মকর্তা শিভানি শিভাজি রয়ের চরিত্রে আরও একবার পর্দায় ফিরতে পারেন অভিনেত্রী রাণী মুখার্জি। অ্যাকশন মুভি ‘মারদানি’র সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা করছে ইয়াশ রাজ ফিল্মস। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলিউডলাইফ বলছে, ইতোমধ্যেই ‘মারদানি’র সিক্যুয়ালের চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন নির্মাতা প্রদীপ সরকার। কাহিনী এখনও পুরোপুরি তৈরি হয়নি, তবে চিত্রনাট্য লেখা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে রাজি আছেন রাণী। ‘মারদানি টু’র ব্যাপারে আশ্বাস দিয়েছেন প্রদীপ নিজে। তিনি বলেন, “সিক্যুয়াল নির্মাণের সম্ভাবনা আছে, তবে এখনও আমাদের হাতে ভালো কাহিনী নেই। আরও গবেষণা করতে হবে।” ২০১২ সালে ‘তালাশ’ মুক্তি পাবার পর দীর্ঘ এক বছর কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমায় কাজ করেননি রাণী। এরপর গত বছর গোপনে গাঁটছড়া বাঁধেন প্রেমিক আদিত্য চোপড়ার সঙ্গে, বিয়ের পরপরই পর্দায় ফেরেন সম্পূর্ণ অন্য রূপে। ‘মারদানি’ বক্স-অফিসে মোটামুটি ব্যবসা করলেও রাণীর মারদাঙ্গা অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

Comments
Loading...