আসছে ম্যাডাম ফুলি ২
বিনোদন ডেস্ক : ১৬ বছর পর এবার ‘ম্যাডাম ফুলি’ এর সিক্যুয়াল ‘ম্যাডাম ফুলি ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেত্রী সিমলা। ছবিটি রচনা ও পরিচালনা করবেন আশিকুর রহমান আশিক। রক্ষণশীল সমাজে নারীদের জীবনযাপনের নানাবিধ জটিলতা নিয়ে নির্মিত হয়েছিল ‘ম্যাডাম ফুলি’ ছবিটি।
নতুন ছবি সম্পর্কে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলি ২’ ছবির গল্প সম্পূর্ণ নতুন। যদিও মূল ছবির সঙ্গে এর মিল রয়েছে। একজন গ্রাম্য নারীর ম্যাডাম ফুলি হয়ে উঠাই এ ছবির মূল ঘটনা।’
জীবনে কঠোর পরীক্ষা ও সংকট পার করে জীবনের লক্ষ্যে ফুলিকে এগোতে হয়েছে তারই বাস্তব চিত্র ফুটে উঠেছে ছবিটিতে। এতোদিন পর ‘ম্যাডাম ফুলি ২’ নির্মাণ প্রসঙ্গে সিমলা বলেন, দেশে এবং বিদেশে মানুষ আমাকে ম্যাডাম ফুলি হিসেবেই চেনে। এ থেকেই বোঝা যায়, ম্যাডাম ফুলিকে মানুষ কত পছন্দ করেছে। ১৯৯৯ সালেই আমরা সিক্যুয়াল করার কথা ভাবছিলাম। কিন্তু কিছু সমস্যার কারণে তা স্থগিত ছিল।
বর্তমানে সিমলা ২টি ছবির কাজে ব্যস্ত আছেন। একটি হল রুবেল সিদ্দিক আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। আরেকটি ছবির নাম ‘নায়ক’। ‘ম্যাডাম ফুলি’ সাফল্যের পর ‘বোমা হামলা’, ‘হাসন রাজা’, ‘না বলো না’, ‘ধাওয়া’ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন সিমলা। এর মধ্যে কয়েকটি ছবি ব্যবসাসফলও হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর