Connecting You with the Truth

ইউক্রেনের সেনাবাহিনীকে নিয়ে রাশিয়ার বক্তব্যের কঠোর প্রতিবাদ ন্যাটোর

d1b6e31c620a4cedaeffb2e68e57b263_18আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী বাহিনী এখন ন্যাটো বাহিনীতে পরিণত হয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষার বদলে এ বাহিনী রাশিয়াকে প্রতিহত করতে চাইছে। তিনি আরো বলেন, কিয়েভের কয়েকটি সশস্ত্র ইউনিট ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ করলেও সেখানকার লড়াইয়ে ব্যাপকভাবে নিয়োজিত রয়েছে কথিত “জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী।” ইউক্রেনের সেনাবাহিনী জাতীয় কোনো বাহিনী নয় বরং এটি বিদেশি বাহিনী-এ কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়াকে প্রতিহত করার ভূ-রাজনৈতিক উদ্দেশ্য সাধনে নিয়োজিত রয়েছে এ বাহিনী।  এ ছাড়া, ইউক্রেনে গৃহযুদ্ধ চলছে এবং অনেক ইউক্রেনবাসী তা উপলব্ধি করতে পারছেন বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেন সেনাবাহিনী সম্পর্কে পুতিনের বক্তব্যের কঠোর প্রতিবাদ করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। পুতিনের বক্তব্যকে ‘বাজে কথা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো বাহিনী উপস্থিতির যে কথা বলা হয়েছে তা নেহাৎই বাজে কথা এবং  ন্যাটোর কোনো সেনাবাহিনী সেখানে নেই।

 

Comments
Loading...