Connecting You with the Truth

ইউরোপের ১৫টি সেনাঘাঁটি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

04. US-base-in-Europeআন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপজুড়ে অবস্থিত ১৫টি সেনাঘাঁটি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বৃহস্পতিবার এ সংবাদ নিশ্চিত করেন। খবর বিবিসির। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, বার্ষিক প্রায় ৫০ কোটি ডলার খরচ কমানো ও এশিয়ায় সেনাঘাঁটি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাঝেই আরএএফ (রয়েল এয়ার ফোর্স) লাকেনহেথ ঘাঁটিকে এফ-৩৫ বিমানের জন্য ইউরোপের প্রথম স্থায়ী সেনাঘাঁটি হিসেবে ঘোষণা দিয়েছে দেশটি। বর্তমানে ইউরোপজুড়ে ৬০ হাজারেরও বেশি মার্কিন সেনা রয়েছে। এর মধ্যে জার্মানী, ইতালি ও যুক্তরাজ্যে রয়েছে বেশিরভাগ সেনা। তবে ইউরোপে পালাক্রমে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে সমসংখ্যক মার্কিন সেনা সব সময়ই থাকবে। পর্তুগালের বিরোধিতার মুখে এ্যাজোরেস দ্বীপপুঞ্জে অবস্থিত লাজেস সেনাঘাঁটি থেকে ৫০০ সেনা ছাঁটাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ ছাড়া যুক্তরাজ্যের সাফ্ফল্কে অবস্থিত আরএএফ মিল্ডেনহল এবং কেমব্রিজশায়ারে অবস্থিত আরএএফ এ্যালকোনবুরি ও আরএএফ মোলসওয়ার্থ ঘাঁটি ত্যাগ করবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। চাক হেগেল জানিয়েছেন, আগামি কয়েক বছরের মধ্যে যুক্তরাজ্য থেকে প্রায় দুই হাজার সেনা সরিয়ে নেওয়া হবে। জার্মানী, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইতালি থেকে সেনা সরানো হবে বলেও জানানো হয়েছে। বন্ধ করতে যাওয়া ঘাঁটিগুলো স্নায়ুযুদ্ধকালীন ছোট ঘাঁটিগুলোর অবশিষ্টাংশের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Comments
Loading...