Connecting You with the Truth

ইরাকে আইএস হত্যাযজ্ঞের বধ্যভূমি আবিষ্কার

imagesআন্তর্জাতিক ডেস্ক:

ইরাকে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত সুন্নি অধ্যুষিত শহর ইয়াথরিবে এক বধ্যভূমির সন্ধান পেয়েছে ইরাকি সেনারা। সোমবার (২৩ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। রাজধানী বাগদাদ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে সালহ-আদ-দিন প্রদেশের এই শহরের বধ্যভূমিতে পাওয়া বেশিরভাগ লাশের গায়েই সেনা ইউনিফর্ম রয়েছে। তবে কতগুলো লাশ রয়েছে ওই বধ্যভূমিতে, তার পরিমাণ এখনো জানাতে পারেনি ইরাকি বাহিনী। তবে এই হত্যাকাণ্ডের জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকেই (আইএস) দায়ী করেছে তারা। ইয়াথরিবের উত্তরে সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিতকে চারদিক থেকে ঘিরে ফেলার ঘোষণার পরপরই এই বধ্যভূমি আবিষ্কারের কথা জানালো ইরাকি বাহিনী। এখনও তিকরিতের দখল ধরে রেখেছে আইএস।

Comments
Loading...