Connecting You with the Truth

উত্তরাঞ্চলে বন্যা বাড়ার আশঙ্কা

bangla_floodবাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সঙ্কেত কেন্দ্র জানাচ্ছে, পাহাড়ি ঢলের কারণে আগামী দুই দিনে বাংলাদেশের উত্তর-পূর্বের জেলা সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের কিছু অংশ এবং উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হবার সম্ভাবনা রয়েছে।

আজ সকালেও তিস্তা নদীর ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল বলে জানাচ্ছেন পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেইন।

তবে বড় নদীগুলো বিশেষ করে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা তীরবর্তী এলাকায় পানি আগামী দশ দিন পর্যন্ত কমবে উল্লেখ করে বলা হচ্ছে এসব এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি দেখা যাবে আগামী দিনগুলোতে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...