Connecting You with the Truth

এবার একসাথে পর্দায় জুটিবদ্ধ সানি-ড্যানিয়েল

বিনোদন ডেস্ক:5_sunny leon and danial
সানি লিওন বলিউডকে এই এক নাম তোলপাড় করে দিতে পারে। এ পর্যন্ত অনেক তারকার সাথে জুটি বাধঁলেও এই প্রথমবারের মতো সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে একসঙ্গে পর্দায় কাজ করতে দেখা যাবে। তবে কোনও সিনেমাতে নয়, একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে স্বামী স্ত্রীকে। বিগ বস প্রতিযোগী আলী কুলি মির্জা গাইবেন গানটি।জানা গেছে, গানটির শ্যুটিং এ মাসের শেষের দিকে করা হবে। স্ত্রীর সঙ্গে প্রথম পারফর্মেন্সে উৎফুল্ল ড্যানিয়েল। তিনি বলেন, আমরা একসঙ্গে এই প্রথম বলিউডে কাজ করছি। মিউজিক ভিডিও হলেও আমি খুশী। আলী কুলি মির্জার সঙ্গে আমাদের কথা হয়েছে। ইন্টারনেটে হিট এ- হট আইটেম সানি লিওন। স্যোশাল নেটওয়ার্কিং সাইট এবং ইউটিউবে তার আইটেম গানগুলোর জনপ্রিয়তা ব্যাপক। হয়তো তাই আলী কুলি মির্জা নিজের গান হিট করতেই মিউজিক ভিডিওতে রাখছেন সানি লিওনকে। তা ছাড়া স্বামীর সঙ্গে প্রথম পর্দায় আসলে ভিডিওটি আরও জনপ্রিয় হবে বলে মনে করছেন নির্মাতা।

Comments
Loading...