এবার সমমানের লড়াইয়ের অপেক্ষা
স্পোর্টস ডেস্ক:
না, কোয়ার্টার ফাইনাল পর্ব জমজমাট হলো না। চারটি ম্যাচই হয়েছে একপেশে। হেরে যাওয়া দলগুলো পাত্তাই পায়নি জয়ী দলগুলোর কাছে। তবে শেষ চারের লড়াই দুটো বেশ জমে উঠবে বলেই মনে করা হচ্ছে। ফাইনাল নিশ্চই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। তবে তার আগে সেমিফাইনালের লড়াই দুটোও ফাইনালের মতো বিগ ম্যাচের আবহ পাচ্ছে। কারণ শেষ চারে খেলছে বাস্তবিক অর্থেই সেরা চার দল। কোয়ার্টার ফাইনালে এক পেশে ম্যাচের শুরুটা করেছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষ মাত্র ১৩৩ রানই অল আউট ‘৯৬ এর চ্যাম্পিয়নরা। ১৯২ বল বাকি রেখে এবং মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। মেলবোর্নে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালেও হলো একপেশে। প্রথমে ব্যাট করে ভারত তুললো ৩০২ রান। আর বাংলাদেশ অল আউট মাত্র ১৯৩ রানে। ১০৯ রানে ম্যাচ জিতলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অ্যাডিলেডে তৃতীয় সেমিফাইনালে পাকিস্তান অলআউট ২১৩ রানে। মাত্র ৩৩.৪ ওভারেই তা টপকে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ কোয়ার্টার ফাইনালও ছিল পরাজিত দলটির ব্যাটিং ব্যর্থতা। মার্টিন গাপতিলের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে ৩৯৩ রানের হিমালয় গড়ে তোলে নিউজিল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অল আউট ২৫০ রানে। ১৪৩ রানের জয় নিয়ে সপ্তমবারের মতো শেষ চারে ওঠে যায় নিউজিল্যান্ড। কোয়ার্টার ফাইনাল একপেশে হলেও সেমিফাইনালের লড়াই বেশ জমে উঠবে বলেই মনে করছেন ক্রিকেট প-তিরা। তিন দিন বিরতি দিয়ে ২৪ মার্চ অকল্যান্ডে প্রথম সেমিফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের মতো বড় আসরে দুটি দলের ভাগ্য যেখানে অনেকটাই মিলে যায়। বারবার সেমিফাইনাল খেলেও কাপ ঘরে তুলতে পারেনি এ দুটি দল। ১৯৯৬ বিশ্বকাপে মার্টিন ক্রোর নিউজিল্যান্ডও এবারের মতো অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছিল। কিন্তু ইমরান খানের পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় তাদের। এবার বুঝি সেমিফাইনাল থেকে থামতে চায় না ব্রেন্ডন ম্যাককালামের দল। গ্র“প পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৮ রানে উড়িয়ে দেওয়া, অস্ট্রেলিয়াকে হারানো এবং ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে বিধ্বস্ত করা। এগুলো তো তারই ঘোষণা। অন্যদিকে আগুনে ফর্মে থাকা নিউজিল্যান্ডকে মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত এবিডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। তারাও যে অসাধারণ ক্রিকেট খেলছে। দারুন লড়াই হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচটিতেও। অস্ট্রেলিয়া একটা ম্যাচ হারলেও ভারত এখনও পর্যন্ত অপরাজিত। তাল মিলে খেলে যাচ্ছেন বোলার ও ব্যাটসম্যানরা। আগুন ঝরাচ্ছেন ফাস্ট বোলাররা। ব্যাটসম্যানদের ব্যাটেও রানের বন্যা। খারাপ সময় পেরিয়ে ভারত এখন ফর্মের তুঙ্গে। কিন্তু অস্ট্রেলিয়াও প্রস্তুত। তাদের রয়েছে অসাধারণ ফাস্ট বোলিং। সেই সঙ্গে ব্যাটিং লাইনও কথা বলছে ভালোমতো।