ওয়ানডেতে শ্রীলংকার পক্ষে সাঙ্গাকারার রেকর্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ওয়ানডে ম্যাচে ১২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েও শ্রীলংকার পক্ষে রেকর্ড গড়েছেন উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ব্যাট হাতে বেশ কিছু রেকর্ড থাকলেও উইকেটরক্ষক হিসেবে নতুন মাইলফলক অতিক্রম করলেন এই লঙ্কান ব্যাটসম্যান। রোববার কিউইদের বিপক্ষে ডানহিনের ওই ম্যাচে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়ে সাবেক অজি উইকেটরক্ষক গিলক্রিস্টের পাশে নাম লেখালেন তিনি। এদিন কিউই ব্যাটসম্যান মার্টিন গুপটিলের ক্যাচ নিয়ে এই রেকর্ডটি ছুঁয়ে ফেলেন সাঙ্গা। ২৮৭ ম্যাচে গিলক্রিস্টের ডিসমিসাল ৪৭২টি। উইকেটের পেছনে ৪১৭টি ক্যাচের সঙ্গে ৫৫টি স্টাম্পিংও রয়েছে তার। তাকে স্পর্শ করা সাঙ্গাকারা ৩৯৬ ম্যাচে ৩৭৬টি ক্যাচের সঙ্গে ৯৬টি স্টাম্পিং করেন। প্রসঙ্গত, ওয়ানডেতে গিলক্রিস্টকে গত কাল ছাড়ালেও অনেক আগেই সব ফরম্যাট মিলিয়ে গিলক্রিস্টকে আগেই ছাড়িয়েছেন এই লঙ্কান ক্রিকেটার।