Connecting You with the Truth

কাউনিয়ায় সক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টা

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে সক্ষীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার পূর্বচানঘাট বুড়িডোবা গ্রামে আলহাজ্ব আব্দুল শেখের ছেলে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। মামলা সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার পূর্বচানঘাট বুড়িডোবা গ্রামে জনৈক আহলে হাদীস সংগঠনের সেলিম মিয়াকে এতিমখানা মাদ্রাসা তৈরির অনুমতি নেওয়ার জন্য ৭ মাস পূর্বে বিষ্ণুপুর গ্রামের মৃত মহর উদ্দিন ডিলারের পুত্র হায়দার আলী ৫১০০ দেয়। কিন্তু ৭ মাস পার হয়ে গেলেও কোন এতিমখান মাদ্রাসা তৈরির জন্য কোন অনুমতি না নিয়ে দেওয়ায় মামলার(১নং) আসামি হায়দার আলী সক্ষী নজরুল ইসলামের কাছে টাকা দিয়েছে বলে তার কাছে টাকা চায়। তখন নজরুল ইসলাম বলে কিসের টাকা? আমি তো কোন টাকা নেই নাই। টাকা নিয়েছে সেলিম মিয়া। এরই এক পর্যায়ে কথা কাটাকাটির সূত্র ধরে আসামি হায়দার আলী বিভিন্ন প্রকার গালিগালাজ করে এবং কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সবুর আলীর চায়ের দোকানের সামনে আনুমানিক দুপুর ১২টার সময় আসামি হায়দার আলী ও আলা মিয়া, নুর মোহাম্মদ, মোছা. লাকী বেগমসহ নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ও হাতের আঙ্গুল কেটে দিয়ে পালিয়ে যায়। এব্যাপারে নজরুল ইসলামের ছোট ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন। যার মামলা নং ০৪, তাং-০৪/০৪/২০১৫ ইং। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নি। মামলার তদন্তকারী এসআই শাহজাহান আলী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সতস্য স্বীকার করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।

Comments
Loading...