রংপুরে কুনিও হত্যার আসামি বিএনপি নেতার জামিন
নিজস্ব প্রতিবেদক, রংপুর: জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আসামি বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবের জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ তাকে এক মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। গত বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও।
এ ঘটনায় ওই দিন বিকেলে পুলিশের পরিচয়ে সাদাপোশাকে বিএনপি নেতা রাশেদ-উন-নবী খান বিপ্লব ও কুনিও’র ব্যবসায়িক অংশীদার হুমায়ুন কবীর হীরাসহ ব্রাক ব্যাংকের দুই কর্মকর্তা এবং জেএমবির অঞ্চলিক কমান্ডারসহ বিভিন্ন সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।