কোটালীপাড়ায় ৪ হাজার সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন পালিত
কোটালীপাড়া প্রতিনিধি, গোপালগঞ্জ:
কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সমাজের ৪ হাজার সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন পালন করা হয়েছে।
গত কাল ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির স্পন্সরশিপ প্রোগ্রামের আয়োজনে সংস্থাটির অফিস প্রাঙ্গণে এ জন্মদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল ফুল দিয়ে জন্মদিনে আগত শিশুদের বরণ করে নেন। এরপর তিনি কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার কাজল এ দ্রং, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচএম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া এডিপির স্পন্সরশিপ প্রোগ্রামের টিম লিডার যোহন মূরমু উপস্থিত ছিলেন। জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুলছাত্রী শুভ্রা বালা ও ছাত্র মোছাব্বের ওসমানী বলেন, জন্মদিনের অনুষ্ঠান কি, এটা আমাদের আগে জানাছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল বলেন, সুবিধা বঞ্চিত এসব শিশুদের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশনের মত অন্যান্য সংস্থা ও সমাজের বিত্তবানদের এ ধরনের অনুষ্ঠান করতে এগিয়ে আসা উচিত। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার কাজল এ দ্রং অনুষ্ঠানে আগত শিশুদের আহ্বান করেন, তারা যেন বড় হয়ে তাদের বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান দ্বারা দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে। অনুষ্ঠানে আগত ৪ হাজার শিশুকে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার হিসেবে টিফিন বক্স ও একটি করে গ্লাস দেওয়া হয়।