Connecting You with the Truth

খালেদার গ্রেফতারি পরোয়ানায় জাতিসংঘের গভীর উদ্বেগ

images

 বাংলাদেশেরপত্রডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওই উদ্বেগের কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আমরা ইতিমধ্যে অবহিত। এই ঘটনায় মহাসচিব (বান কি মুন) গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের চলমান সহিংসতা বা রাজনৈতিক সহিংসতা ও খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’

বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতশীলতা অর্জনে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি শান্তিপূর্ণ উপায় খুঁজতে সব রাজনৈতিক দলের প্রতি আবারো আহ্বান জানান তিনি।

মহাসচিব সেখানে আলোচনার মাধ্যমে সংকট সমাধান খুঁজে বের করার জন্য তাগিদ দিয়ে আসছেন। মহাসচিবের দেওয়া দায়িত্ব অনুযায়ী সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো প্রয়োজনীয় যোগাযোগ করছেন বলে তিনি জানান।

 

Comments
Loading...