খুশি পাকিস্তান ফেভারিট না হওয়ায়!
স্পোর্টস ডেস্ক:
ভিন্ন কারণে ক্রিকেট কিংবদন্তির অংশ পাকিস্তান। জেতা ম্যাচ হেরে বসা, আর হারা ম্যাচ আলৌকিক ভাবে জিতে নেয়াতে জুড়ি মেলা ভার দক্ষিণ এশিয়ার দেশটির। এ কারণে ক্রিকেটে ‘দ্য আনপ্রেডিক্টেবল’ নামে ডাকা হয় পাকিস্তানকে। ১৯৯২ সালের ক্রিকেটযজ্ঞের চ্যাম্পিয়ন সেই দেশটি আসন্ন ২০১৫ বিশ্বকাপে ফেভারিট নয়। এতে করে মুখ গোমড়া থাকার কথা দলটির কোচ ওয়াকার ইউনিসের। কিন্তু না, ঠিক ওই কারণেই মহাখুশি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে ইউনিস বলেন, ‘আমি খুশি যে পাকিস্তান আসন্ন বিশ্বকাপে ফেভারিট শক্তি নয়। এটা খুবই সত্যি যে ফেভারিট হওয়ার আলাদা একটা চাপ থাকে। গেল বিশ্বকাপেও আমরা ফেভারিট ছিলাম না, কিন্তু ভক্তদের ভালো ক্রিকেটই উপহার দিয়েছিলাম আমরা। এবার বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো ফেভারিট। তবে আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে শক্তি রয়েছে তা দিয়ে ভালো কিছু উপহার দিতে পারব ভক্তদের।’ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে লাহোরে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করছে পাকিস্তান। এর অব্যবহিত পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন ও নেপিয়ারে দুটি ওয়ানডেও খেলবে মিসবাহ উল হক বাহিনী। প্রসঙ্গত, লাহোরের অনুশীলন শিবিরে মোহাম্মদ হাফিজ-আহমেদ শেহজাদরা শট বল মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।